নতুন সিইসি হাবিবুল আউয়াল যা বললেন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। শনিবার বিকালে সিইসিসহ আরও চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে তার নেতৃত্বাধীন নতুন কমিশন।

নিয়োগ পাওয়ার পর রাত পৌনে ৮টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে নতুন সিইসি বলেছেন, ‘সরকারের অনেকের কথা শুনেছি। তারা অনেক আন্তরিক। সবাই একটা ভালো নির্বাচন চায়।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একা কিন্তু নির্বাচন করে না। অনেক স্টেকহোল্ডার এখানে কাজ করে। অনেক লেয়ার আছে।… নির্বাচন কমিশন কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যায় না। প্রশাসনকে কতটা নিরপেক্ষ করা যায়, সেটা একটা চ্যালেঞ্জ।’

হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটাধিকার সংবিধান স্বীকৃত অধিকার। এই পবিত্র আমানতের যাতে খেয়ানত না হয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বলেছে তারা নির্বাচনে অংশ নেবে না। চেষ্টা থাকবে বিএনপির মতো দলকেও নির্বাচনে নিয়ে আসা। নির্বাচনকে যদি অর্থবহ, গ্রহণযোগ্য ও সর্বজনীন করতে হয়, তাহলে অংশগ্রহণটা অন্তত আপেক্ষিকভাবে হলেও সর্বজনীন হতে হবে।’

সিইসি বলেন, ‘সবাই আসবে যে তা নয়। কিন্তু বড় বড় দলগুলো তারা যদি নির্বাচনে না আসে…আমাদের চেষ্টা থাকবে তাদেরকে আস্থায় নেওয়া যে, নির্বাচন কমিশন সেটা যথাসাধ্য চেষ্টা করবে।’

হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসির নতুন ৪ কমিশনার হলেন- বেগম রাশিদা সুলতানা (জেলা ও দায়রা জজ, অবসরপ্রাপ্ত), আহসান হাবীব খান (ব্রিগেডিয়ার জেনারেল, অবসরপ্রাপ্ত), মো. আলমগীর (সিনিয়র সচিব, অবসরপ্রাপ্ত) ও আনিছুর রহমান (সিনিয়র সচিব, অবসরপ্রাপ্ত)।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *