সিলেটে কাব‍্যকথা সাহিত্য উৎসব আগামীকাল

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবীন-প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ইউসুফী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আগামীকাল ১২ নভেম্বর শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ২য় সিলেট সাহিত্য উৎসব-২১।

অনুষ্ঠানে থাকবে সাহিত্যের আলোচনা, কবিতা, ছড়া, পুঁথিপাঠ ও সিলেট সাহিত্য পুরস্কার প্রদান এবং বাউল গানের আসর। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট কবি মীর আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করবেন কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা আশির দশকের অন্যতম কবি, কথাশিল্পী আরিফ মঈনুদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ড. মো: দিদার চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলার মূখ’র মূখ্য নির্বাহী এনামুল মুনীর, দৈনিক সংবাদের সহ-সম্পাদক কবি আলম হোসেন, গীতিকবি এম. আর মনজু, লেখক ও গবেষক, কবি সৈয়দ রোকন উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর কবি নাজনীন আক্তার কণা।

স্বাগত বক্তব্য বক্তব্য রাখবেন কাসাপ ও বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ছড়াশিল্পী মোহাম্মদ বাদশা গাজী, ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের আহবায়ক কবি জোর্তিময় দাশ যিশু, শুভেচ্ছা বক্তব্য রাখবেন যুগ্মআহবায়ক ছড়াশিল্পী তারেশকান্তি তালুকদার। আবৃত্তি করবেন বাচিকশিল্পী কবি মামুন সুলতান, পুঁথিপাঠ করবেন পুঁথিশিল্পী জামিল আহমদ খান, কবি আহমেদ বকুল ও জালাল খান ইউসুফী। কথা, কবিতা ও গানে গানে উৎসব মাতাবেন বাউল বিরহী কালা মিয়া, বাউল হেলাল খান, কন্ঠশিল্পী আল-হেলাল, কন্ঠশিল্পী গোলাম রব্বানী টুপুল, বাউল দুখী হাসান, পাগল নাসির, শিল্পী সোহেল, শিল্পী হাসিব, শিল্পী রুমি খান ময়না প্রমূখ। কবি দেলোয়ার হোসেন দিলু, কবি পারভেজ রশিদ মঙ্গল, সাহিত্যিক জসীম আল ফাহিম, কবি খালেদ উদ-দীন, কবি ইয়াকুব বখত্ বাহলুল, কবি পৃথ্বীশ চক্রবর্তী, কবি সৈয়দ আহমদ আশেকী, কবি অসীম চন্দ্র পাল, লেখক কাপ্তান নূর, কবি শেখ ফয়ছল আহমদ, কবি মোহাম্মদ আরজু মিয়া, কবি ফজলুল হক দোলন, কবি শফিকুল ইসলাম সোহাগ, কবি পনু প্রান্তিক, সৈয়দ কামরুল, কবি সৈয়দ কামরুল ইসলাম, কবি মোহাম্মদ ফেরদৌস আলম, কবি নূরুল ইসলাম ছোটন, কবি শাহিনা জালালী পিয়ারা শহিদুল ইসলাম লিটন, কবি মাহবুব খান লুবাব, কামিল মোহাম্মদ খান, সুমি খান, জামেয়া জাহান ইশরাত প্রমূখ। সিলেট সাহিত্য পুরস্কার ২০২১ গ্রহণ করবেন কথাসাহিত্যে কথাশিল্পী ওয়াহিদ সারো, অনুবাদ সাহিত্যে ড. রেজওয়ান আহমদ, সাংবাদিকতায় হাবিবুর রহমান শামীম, কাব্যসাহিত্যে কবি সাবিনা আনোয়ার ও কবি অসীম চন্দ্র পাল।

অনুষ্ঠানে সর্বস্থরের জনতার উপস্থিতির আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা পুঁথিসম্রাট জালাল খান ইউসুফী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *