রোটারিয়ানরা বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে শান্তিময় সমাজ গঠনে কাজ করতে হবে:গভর্ণর আবু ফয়েজ খান চৌধুরী

ডিষ্টিক্ট গভর্ণর আবু ফয়েজ খান চৌধুরী এমপি এইচ এফ বলেছেন, মানবসেবার শপথ নিয়ে রোটারি পরিবারের অন্তর্ভুক্ত হয়ে আমাদের নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য কাজ করতে হবে । বিশ্বের ২০০ টি দেশে ১২ লাখ রোটারিয়ান এবং প্রায় দুই কোটি স্বেচ্ছাসেবক আত্মমানবতার সেবায় কাজ করছেন। সেই ধারাবাহিকতায় রোটারিয়ানরা বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে সব মানুষকে একত্রিত করে শান্তিময় সমাজ গঠনে কাজ করতে হবে।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের গভর্নর ক্লাব ভিজিট ও শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আযোজিত সভায় তিনি একথা বলেন।

২৫ সেপ্টেম্বর শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শামসুদ্দিন পিএইচএফ এর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান আব্দুর রহমান আরএফএসএম এর পরিচালনায়  উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিডিজি লে: কর্ণেল এম. আতাউর রহমান পীর, ডিষ্ট্রিক্ট ফাষ্ট লেডি মুনমুন আফরোজ। অন্যনোর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এ্যাডিশনাল লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, এ্যাসাইন এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান পিপি এম এ রহিম আরএফএসএম, পিপি আবুল বশর পিএইচএফ, রোটারিয়ান মো: নজরুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান তৈয়বুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি এম এ মুকিত আরএফএমএসএম, রোটারিয়ান পিপি ড. এম শহীদুল ইসলাম অ্যাডভোকেট পিএইচএফ, দয়ামীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোটারিয়ান পিপি সাব্বির আহমদ আরএফএসএম, রোটারিয়ান আইপিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, রোটারিয়ান প্রেসিডেন্ট ইলেক্ট নেহাল মোহাম্মদ হাসনাইন, ভাইস-প্রেসিডেন্ট-১ রোটারিয়ান আহমদ রশীদ চৌধুরী আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট-২ রোটারিয়ান আফছার উদ্দিন আহমদ পিএইচএফ, রোটারিয়ান মনসুর আহমদ পিএইচএফ, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান, রোটারিয়ান এমদাদ হোসেইন, রোটারিয়ান জুবায়ের আহমদ, রোটারিয়ান হোসেইন আহমদ, রোটারিয়ান মোঃ আমিরুল ইসলাম প্রমূখ।

অনুষ্টানে ১জন প্রতিবন্ধীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় তাছাড়া ১জন দরিদ্র মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *