বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির ভার্চুয়াল সভা,‘আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া সুতাং নদীকে বাঁচানো সম্ভব না’

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে হবিগঞ্জের সুতাং নদী দখল ও দূষণ রোধে করণীয় বিষয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

বেলার হেড অব প্রোগ্রাম মো. খুরশেদ আলমের সঞ্চালনা সভায় বেলা’র সিলেট এর বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা সুতাং নদীর বর্তমান অবস্থা এবং সুতাং নদী দূষণ রোধে বেলার কার্যক্রম তুলে ধরেন।

পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা সুতাং নদী রক্ষার্থে আইনি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে মত প্রকাশ করেন। তারা বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া সুতাং নদীকে বাঁচানো সম্ভব না। সভায় বেলাকে অতি দ্রুত আদালতের দ্বারস্থ হওয়ার সুপারিশ করা হয়।

ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত ছিলেন বেলা’র ফিল্ড কো অর্ডনেটর এ এম এম মামুন, ফিল্ড অফিসার আল আমিন সরদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সহসভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল,  দৈনিক দেশ রূপান্তরের হবিগঞ্জ প্রতিনিধি সোয়েব চৌধুরী , দৈনিক প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, বেলার নেটওয়ার্ক মেম্বার শাকিলা ববি, আবুল কালাম আজাদ, মনসুরুল হক, মোহাম্মদ জালাল উদ্দিন রুমি প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *