করোনা উপসর্গ নিয়ে মহিলার মৃত্যু দাফনে তাকরীম ফাউন্ডেশন

আমিনুর রশীদ রুমান- শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের বরমান গ্রামের আমিরুন্নেছা (৬৫) করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার ৯ আগস্ট রাত ১০.১৫ মিনিটে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাত ১০.১৫ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত আমিরুন্নেছার পরিবার থেকে পক্ষ থেকে ইমরান আহমদ ও আজিজুল ইসলাম কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় ১ম প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ এর সাথে যোগাযোগ তিনি তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার এর সাথে যোগাযোগ করলে টিম প্রধান লাশ দাফন এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান এর অনুমতি সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। আর রাতেই তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর মহিলা সদস্য সুমা চৌধুরী,ফারজানা আক্তার ও শাবানা বেগম মৃত আমিরুন্নেছার গোসল ও কাফন এর প্রয়োজনীয় কাজ সম্পাদন করেন, ১০ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় শারীরিক দূরত্ব বজায় রেখে মরহুমের নিজ বাসভবনের সম্মুখে জানাযার নামাজ অনুষ্টিত হয় পরে মৃত আমিরুন্নেছাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার,টিম সমন্বয়কারী সুমন আহমদ,সিনিয়র সদস্য,মোঃ সাজন আহমদ,হাফেজ বদরুল ইসলাম, শাহিন আহমদ,মোঃ জসিম উদ্দিন,মোঃজবরুল ইসলাম স্বপন চৌধুরী উপস্থিত ছিলেন। উল্ল্যেখ্য যে, মৃত আমিরুন্নেছা মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের বরমান গ্রামের তাজুল ইসলামের সহধর্মিণী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *