সিলেটে মহামারির ছোবলে ৫ শ ছাড়াল মৃত্যু

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: গেল বছরের শুরুর দিকে ভয়ঙ্কর মহামারি করোনাভাইরাস গোটা দুনিয়ায় ধাক্কা দেয়। সেই ধাক্কায় এখনও চলছে মৃত্যুর মিছিল। এ মিছিলে শামিল হয়েছেন সিলেটের পাঁচ শতাধিক মানুষ।

বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০২ জনে।

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে সিলেট জেলা। এখানে মারা গেছেন ৪০৭ জন।

এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ৩৮ জন ও হবিগঞ্জে ২২ জনের মৃত্যু হয়েছে মহামারির ছোবলে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল বছরের ১০ মার্চ থেকে এখন অবধি সিলেট বিভাগে ৫০২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনাক্রান্ত হয়েছেন এ বিভাগের ২৭ হাজার ৭১৬ জন। তন্মধ্যে ২৪ হাজার ৩৪২ জন সুস্থ হয়ে ওঠেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *