এনটিভির ১৯শে পদার্পণে সিলেটে সুরক্ষা সামগ্রী বিতরণ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক::  বেসরকারি টেলিভিশন চ্যানের এনটিভির ১৯শে পদার্পনে সিলেটে লকডাউনে কর্তব্যরতদের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও আইন মেনে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের মাঝে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ৩টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, আব্দুর রশিদ মো. রেনু, ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামির মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- সময় টেলিভিশনের ব্যুারো প্রধান ইকরামুল কবীর, যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান মাহবুবুর রহমান রিপন, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের পিআরও আবদুল আলিম শাহ।

এর আগে এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদ, স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলু লস্কর ও ক্যামেরাপার্সন রুহিন আহমেদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ।

প্রতি বছর এনটিভি সিলেট অফিস অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকে। এ বছর লকডাউন থাকায় আনুষ্ঠানিক কোনো আয়োজন করতে পারেনি। তবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সুরক্ষাসামগ্রী বিতরণের জন্য প্রদান করে এনটিভি সিলেট অফিস। পরে এগুলো মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সুরক্ষাসামগ্রী বিতরণ শেষে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।

সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ বলেন, এনটিভি পরিবারকে জানাই শুভেচ্ছাসিক্ত অভিনন্দন। দীর্ঘ পথচলায় এনটিভি শ্রোতা-দর্শকদের মাঝে স্বতন্ত্র একটা ইমেজ প্রতিষ্ঠা করতে পেরেছে।

সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানে ২০০৩ সালের ৩ জুলাই গণমাধ্যম দুনিয়ায় পদার্পণ দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *