দুই ডোজ টিকা নেওয়ার ৪৫ দিন পর করোনায় আক্রান্ত:খোয়াজ রহিম সবুজ

দুই ডোজ টিকা নেওয়ার প্রায় ৪৫ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের নাট্য সংগঠক খোয়াজ রহিম সবুজ।

মঙ্গলবার (২৫ মে) খোয়াজ রহিম সবুজের করোনা শনাক্ত হয়। এরআগে গত ১৯ মে থেকে তিনি মুখে স্বাদ পাচ্ছিলেন না।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ সিলেটের নাট্যসংগঠন নাট্যলোক’র সভাপতির দায়িত্বে রয়েছেন।

গত ১০ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি অ্যাস্ট্রাজেনেকার টিকার ২য় ডোজ গ্রহণ করেন। এর দুই মাস আগে তিনি একই কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেন।

সবুজ বলেন, ১৯ মে থেকে আমি স্বাদ পাচ্ছি না। তখন থেকেই বাসায় আছি। এরপর নমুনা পরীক্ষায় আজ করোনা পজিটিভ আসে।

তবে খাবারে স্বাদ না পাওয়া ছাড়া শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান তিনি।

গবেষকরা বলছেন, অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা গ্রহণের পর কেউ করোনায় আক্রান্ত হলেও তার তেমন কোনো শারীরিক সমস্যা হওয়ার শঙ্কা কম।

ইংল্যান্ডের গবেষকরা জানিয়েছেন, এই টিকার দুটি ডোজ গ্রহণকারীদের মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর। বলে জানিয়েছে  বিশ্বজুড়ে টিকা দেয়া শুরু হওয়ার পর বিভিন্ন দেশ থেকে পাওয়া ডেটা (রিয়েল ওয়ার্ল্ড) বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)।

গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত ডেটা এই কার্যকারিতার বিষয়ে চূড়ান্ত কিছু নয় বলেও সতর্ক করেছেন গবেষকেরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *