মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩ টি মামলায় ৪৪,২০০/-টাকা অর্থদণ্ড

আমিনুর রশীদ রুমান-মৌলভীবাজার জেলা প্রতিনিধি::  ২২ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি ও আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ৪ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময় স্বাস্থ্যবিধি ও যথাযথ কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ মামলায় সর্বমোট ৪৪,৩০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

বিকাল ০৩.০০ ঘটিকা থেকে পরিচালিত মোবাইল কোর্টে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রফিকুল ইসলাম সেন্ট্রাল রোড এলাকায় ভিআইপি টেইলার্স, শিপন স্টোর, কয়েকটি জুয়েলারি শপ, শমসেরনগর রোডে অবস্থিত মুদি, হার্ডওয়ারের দোকানসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৩,৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুহুল আমিন ৪ টি মামলায় ২,৫০০/- টাকা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুল ইসলাম ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬,৫০০/- টাকা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হোসেন ৩ টি মামলায় ১,৭০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *