শ্রীমঙ্গলে অসহায় রিকশা চালকদের মাঝে দুই টাকার ইফতার বিতরন করলো দ্যা হেল্পিং উইং সংগঠন

আমিনুর রশীদ রুমান-মৌলভীবাজার জেলা প্রতিনিধি:: বিশ্বের সকল মুসলমান ধর্মালম্বীরা এই পবিত্র সিয়াম সাধনার মাসে স্রষ্টার নৈকট্য লাভের আশায় দিয়ে থাকেন সংযমের পরীক্ষা । কিন্তু, দুর্ভাগ্যজনক হলেও সত্য সবার জীবনে রমজান মাস একই বাস্তবতা নিয়ে হাজির হয় না৷

অসহায় আর নিম্নবিত্ত মানুষের জীবনে রমজান মাসের বাস্তবতা বেশ চ্যালেঞ্জিং ৷ সারাদিন রোযা রেখেও একবেলা ইফতারের ব্যবস্থা করতে পারেন না তারা।

শ্রীমঙ্গলে সেইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’৷ ‘দুই টাকায় ইফতার’ শিরোনামে শ্রীমঙ্গলে ইফতার বিতরণ করছে উচ্চমাধ্যমিকের গন্ডী না পেরোনো শ্রীমঙ্গলের একদল দেশপ্রেমী কিশোর৷

সংগঠনটির উদ্যোগে প্রথমদিন শহরের রেলস্টেশন প্রাঙ্গণে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে ৭ পদের ইফতার বিতরণ করা হয়। দ্বিতীয় দিনের কার্যক্রম চলেছে শান্তিবাগের একটি এতিমখানায়৷

আজ শুক্রবার (২৩ এপ্রিল) ২০২১ খ্রিঃ বিকাল ৫ ঘটিকায় শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোড থেকে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং এর উদ্যোগে চতুর্থ দিনে শ্রীমঙ্গলের কেটে খাওয়া অসহায় রিকশা চালকদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে ।

সংগঠনটির স্বেচ্ছাসেবীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর৷ এই আয়োজন কতদিন চলবে সেই বিষয়ে জানতে চাইলে সংগঠনের মডারেটর ফারহান হোসাইন চৌধুরী বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রামাদ্বান উপলক্ষে এই কার্যক্রম অব্যাহত রাখার বাকিটা নির্ভর করছে আমাদের সামর্থ্য আর মানুষের সাহায্যের উপর ৷ আমরা বিশ্বাস করি শ্রীমঙ্গলে এমন সামর্থ্যবান মানুষও আছেন যারা চাইলে একাই একদিনের ইফতার বিতরণের দায়িত্ব নিজেই পারেন৷ আমাদের প্রোগ্রাম চলমান রাখতে তাদের এগিয়ে আসা খুবই জরুরি৷ আমরা ও আপনারা এগিয়ে আসলে আমরা পবিত্র রামজান মাস উপলক্ষে সবাই মিলে সাহায্যর হাত বাড়ালেই প্রতিদিন এই কার্যক্রম চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ্।

সংগঠনের মডারেটর সিদ্দিকুল ইসলাম তানিম ও সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছে, করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ গুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য এই উদ্যোগ ৷ ফ্রীতে খাবার নিয়ে যাতে কারো আত্মসম্মানে আঘাত না লাগে সেজন্য ইফতারের বিনিময়ে ২ টাকা করে নিচ্ছেন তারা।

সুবিধাবঞ্চিতদের সেবায় সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷ সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে বলা হয়েছে 01790881751 নাম্বারে৷

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *