রমজানের বাজার নিয়ন্ত্রণ করবে প্রতিযোগিতা কমিশন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক::  রমজানের বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিরীক্ষণে কাজ করবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।  এ উপলক্ষ্যে “পবিত্র রমজান উপলক্ষে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনদের ভূমিকা”  শীর্ষক  ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আয়োজনে গত ৫ এপ্রিল  চট্টগ্রাম বিভাগীয় এই সেমিনারে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাণিজ্য মন্ত্রণালয় এর সচিব ড. মোঃ জাফর উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী সহ প্রমুখ।

এসময় বক্তাগন বাজারে সূষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণ ও প্রতিযোগিতা কমিশন কার্যক্রম ব্যবসায়ীদের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাংলাদেশ প্রতিযোগিতা  কমিশনের কার্যালয় ঢাকার বাইরে তথা বন্দরনগরী চট্টগ্রামে শাখা খোলার আহবান জানান।

উল্লেখ্য,  ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক ষড়যন্ত্রমূলক যোগসাজশ (Collusion) নিয়ন্ত্রণ, কর্তৃত্বময় অবস্থানের (Dominant Position) অপব্যবহারে রোধ, জোটবদ্ধতা (Acquisition, Merger) যা দেশের মধ্যে প্রতিযোগিতামূলক কর্মকান্ডকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করে, এ সকল কর্মকাণ্ডকে নির্মূল করার জন্য ২০১২ সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন করা হয়েছিল।

প্রতিযোগিতা আইনের উদ্দেশ্যসমূহ অর্জন করার নিমিত্তে প্রতিযোগিতা আইনের ৫ ধারা মোতাবেক সরকার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করে। এরপর ২০১৯ সাল থেকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি পূর্ণাঙ্গ কমিশন হিসেবে কার্যক্রম শুরু করে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *