দক্ষিণ সুরমায় তারাবাতির আগুনে পুড়লো ৪ ঘর

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমার সিসিকের ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি বসতঘর।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টারদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, শবে বরাতের রাতে বাচ্চাদের মাঝে তারাবাতি জ্বালানোর প্রথা চলে আসছে।

ধারণা করা যায় কোনো এক বাচ্চা জ্বলন্ত তারাবাতি কায়েস্থরাইল আকিল শাহ মাজার সংলগ্ন মাহবুবুর রহমানের ভাড়া বাসার চালে ছুড়ে মারে। কিছুক্ষণ পর জমে থাকা গাছের শুকনো পাতায় আগুন লেগে সমস্ত বাসায় দ্রুত ছড়িয়ে পড়ে চারটি ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস পৌনে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার যতন চন্দ্র পাল এ প্রতিবেককে ধন্যবাদ জানিয়ে বলেন, সর্বপ্রথম আপনার মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানাই ও একদল পুলিশ ঘটনাস্থলে পাঠাই।

তিনি আরো বলেন, দুর্ঘটনা এড়াতে শবে বরাতের রাতে কোনো ধরনের আতশবাজি/পঠকা বাজানো যাবেনা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *