সুনামগঞ্জের সীমান্তে ভারতীয় কয়লা মদসহ চালান জব্দ করেছে বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ভারতীয় মদের চালান সহ শুল্ক ফাঁকিকৃত চোরাই পথে আনা কয়লা জব্দ করেছে,সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে,(চিনাকান্দি) বিওপির নিয়মিত একটি টহল দল সোমবার (১৫ মার্চ) বিকেলে গোপন সংবাদের মাধ্যমে,বিশ্বম্ভরপুর উপজেলার ধরপুর ইউনিয়নের গামারীতলা এলাকা থেকে ২৪ বোতল,ভারতীয় মদের চালান আটক করেছে। যার আনুমানিক সিজার মূল্য ৩৬,হাজার টাকা।’

অপরদিকে,(লাউরগড়) বিওপির টহল দল তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী তীর হতে ১ হাজার,৬শত কেজি,শুল্ক ফাঁকিকৃত কয়লা আটক করে। যার মূল্য ২০ হাজার,৮শত টাকা।’

একইদিনে,(বাগানবাড়ি) বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি নামক স্থান থেকে ১ বোতল,ভারতীয় মদ আটক করেছে। যার মূল্য ১৬ হাজার,৫শত টাকা।’

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় কয়লা ও মদের চালান জব্দ করার পর সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কাজ চলমান রয়েছে।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *