চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি ইসলামী দলগুলোর

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে দেশের কিছু ইসলামী রাজনৈতিক দল। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে এ দাবি জানিয়েছে তারা। এ দাবিতে গত শুক্রবার (১২ মার্চ) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশও করে তারা।

কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম বলেন, উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ না করলে বাংলাদেশ থেকে চীনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। এসময় দেশে চীনা পণ্য বর্জনের আহ্বানও জানান তিনি।

এসময় চীন সরকারের এমন আচরণের বিরুদ্ধে কথা বলতে বিশ্বের সব গণতান্ত্রিক দেশের প্রতি আহ্বান জানান খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক আজম খান। তিনি চীনের বিরুদ্ধে গণহত্যা করার অভিযোগ তোলেন।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত জিনজিয়াং প্রদেশে ১ কোটিরও বেশি তুর্কি ভাষী নৃগোষ্ঠী উইঘুরের বসবাস, যারা বেশিরভাগই মুসলিম। রি-এডুকেশন ক্যাম্পের নামে এদের ডিটেনশন সেন্টারে আটকে রেখে নানা নির্যাতন করছে দেশটির সরকার।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *