৭ দফা দাবি আদায়ে সিলেটে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র মানববন্ধন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের  ৩০% কোটা, ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা ও ২৩শে ফেব্রুয়ারি ঢাকা শাহবাগ চত্তরে মুক্তিযোদ্ধা সন্তানদের উপর পুলিশের ন্যাক্কার জনক হামলা এবং লাঠিচার্জের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেটের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সিলেট জেলা সন্তান সংসদের সভাপতি মো. নাছিম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জালালাবাদ থানার বীর মুক্তিযোদ্ধা মতছির আলী, আব্দুল করিম, গোয়াইনঘাট থানার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, শ্রমিক নেতা নিয়াজ আহমদ, সিলেট জেলা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক অবঃ সার্জেন্ট মো. আবুল হোসেন, পিযুষ তালুকদার, সদস্য মো. বাবুল মিয়া, মহানগর সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক নুপুর দেব, আব্দুর কাদের, সদস্য আমজদ আলী, সিলেট বিভাগের সন্তান সংসদের যুগ্ম সচিব ইমরান খান রায়হান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সিলেট জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে ঝর্ণা প্রমুখ।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *