সিলেট স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটির খাদ্য সামগ্রী ও কোরআন শরীফ বিতরণ

স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেটের ২য় বর্ষপূতি এবং ৩য় বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী, পবিত্র কোরআন শরীফ-হাদিসের বই বিতরণসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর আখালিয়া নতুন বাজারস্থ বড়গুল হয়রত শাহ ওলিউল্লাহ (রহ) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এস এন সাজনের সভাপতিত্বে ও বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিরনর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখালিয়া নতুন বাজারস্থ বড়গুল হয়রত শাহ ওলিউল্লাহ (রহ) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাহওলানা হাফিজ রইছ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট জেলার সভাপতি জেনি আক্তার পপি, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সুজন, হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।

এসময় আরো বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি সুয়েব আহমেদ, কুরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য মনজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য হাবিবুর রহমান নাইম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম আলম, বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, সদস্য তোফায়েল আহমেদ মোজ্জাকির হোসেন মাহবুব, পারভেজ আহমেদ, কাওছার আহমেদ, কলি আক্তার, সুহান আহমেদ, এবাদুর রহমান, কামরান আহমেদ, কদ্দুসুর রহমান, জাহিন আহমেদ, বোরহান আহমেদ, শাকিল আহমেদ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা আহমদ আল-জাকি, মোহা. আল-আমিন আফছার আলী, রাজেক আহমেদ, সাবেক সিনিয়র সহ সভাপতি এম রুহেল আহমেদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *