সিলেটে ১১ মাসে করোনায় নারী-পুরুষ ও শিশুসহ ২৭৫ জনের মৃত্যু

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেট বিভাগে গত ১১ মাসে করোনায় আক্রান্ত হয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২৭৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় বেড়েছে আক্রান্ত। সেই সাথে করোনায় সুস্থতা কমে গেছে। সিলেট বিভাগে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় ৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এর কাছে এ তথ্য জানা যায় ।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত সবাই সিলেট জেলার।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৮৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৬জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৬৬জন।

সিলেটের চার জেলায় ৩৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৫জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২জন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *