‘সিলেটের পবিত্র মাটিকে যারা কলংকিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’

সিলেটের পবিত্র মাটিকে যারা কলংকিত করেছে এবং সিলেটের মানুষের মান মর্যাদা ও ঐতিহ্যকে যারা ক্ষুন্ন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর উদ্যোগে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথা বলেন।

মানববন্ধনে সম্প্রতি সিলেটের ঐতিহ্যবাহী এম.সি কলেজ ছাত্রাবাসে সংঘটিত গৃহবধূ নির্যাতনের ঘটনাসহ জালালাবাদ থানার সর্দ্দারেরগাঁওয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ও দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

সিলেট বিবেক এর সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট পংকজ কুমার রায়, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি.জি.এম. প্রণব কুমার দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, সংগঠনের সহ সভাপতি বীরেন্দ্র সূত্রধর, কোষাধ্যক্ষ অধ্যাপক অণবীর রায়, কবি ও ব্যাংকার সুমন বনিক, শিক্ষয়িত্রী শাশ^তী ঘোষ সোমা, অধ্যাপক বাসুদেব পাল, দক্ষিণ চৌহাট্টা ব্যবসায়ী সমিতির সদস্য রাশেদুর রহমান, অসিত হালদার, আব্দুর রহিম, কবি ধ্রুব জ্যোতি দাস গৌতম, রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, সংগঠক উজ্জ্বল চন্দ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *