শ্রীমঙ্গলে সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষে শ্রীমঙ্গল নৃত্যালয়ের আমন্ত্রনে অনুষ্ঠান আয়োজিত

আমিনুর রশিদ রুমন প্রতিনিধি :: গতকাল ২৬ সেপ্টেম্বর শনিবার, সন্ধ্যা ৬ ঘটিকায় শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের হল রুমে সাংস্কৃতিক চর্চা বিকাশেন লক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

করোনা মহামারি কালে সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষে শ্রীমঙ্গল নৃত্যালয়ের আমন্ত্রনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমির সহযোগিতায় আগমনী সুরে মাততে মৌলভীবাজার এর একঝাঁক আগমনী নৃত্যশিল্পী বৃন্দের পরিবেশনায় “নৃত্যমালিকা দেবী বন্দনা” অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের শুরুতেই শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিবেশনায় উদ্বোধনী আগমনী নৃত্য পরিচালনা করেন দ্বীপ দত্ত আকাশ।

পরিশেষে, মৌলভীবাজার এর আগমনী নৃত্যশিল্পীবৃন্দের পরিবেশনা নৃত্যনাট্য দেবী বন্দনা পরিবেশন করা হয়। নৃত্যনাট্যটি পরিচালনা করেন প্রাপ্ত প্রীতম। (মৌলভীবাজার) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশিপ্তা দাশ ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল থানা (অপারেশন) পুলিশ পরিদর্শক নয়ন কারকুন, ডাঃ বিনেন্দু ভৌমিক,অনিতা দেব, সভাপতি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা শ্রীমঙ্গল,সজল দাশ প্রতিষ্টাতা এস কে ডি আমার বাড়ি,কামরুল হাসান দুলন প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *