শ্রীমঙ্গলে শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম অনুষ্ঠান

শ্রীমঙ্গল প্রতিনিধি:: ২৬ সেপ্টেম্বর শনিবার ২০২০ ইং। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে শিশু ও নারী উন্নয়নে সচেতনমূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়ে) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রনধীর কুমার দেব।

উক্ত অনুষ্ঠানে সভাপতিপ্ত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,
৫ নং কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত চৌধুরী বুলেট,মহনা টেলিভিশনের প্রতিনিধি বিশিষ্ট লেখক জনাব আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ, বিভিন্ন এনজিওর কর্মকর্তা বৃন্দ, সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, শ্রীমঙ্গল প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সম্পাদক বৃন্দ প্রমুখ।

আলোচনার বিষয় ছিলো করোনা ভাইরাস সংক্রমণ রোধে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ,
শিশু ও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম শিশুর মানসিক স্বাস্থ্য,নারীর ক্ষমতায়ন শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, শিশু পানিতে ডুবা প্রতিরোধ,নিরাপদ মাতৃত্ব,নিরাপদ সড়ক,জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ,বাল্য বিবাহ প্রতিরোধ করা।

অনুষ্টানটি আয়োজনে মৌলভীবাজার জেলা তথ্য অফিসার ও সহযোগিতায় উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল-মৌলভীবাজার।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *