আল্লামা আহমদ শফি’র ইন্তেকালে তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটে’র শোক

বিশ্ববরণ্যে প্রবীণ আলেমে দ্বীন, দেশের অন্যতম শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সদরে মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি (র.) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শায়খ প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও সচিব হাফিজ মিফতাহুদ্দীন আহমদ মরহুমের মাগফেরাত কামনা করে বলেন- লাখো লাখো আলেম তৈরীর কারিগর, শতবর্ষী প্রবীণ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফি ছিলেন দেশের আলেমে উলামাদের অভিভাবক। তাঁর মৃত্যুতে দেশের ধর্মীয় অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা সহজে পূরণ হবার নয়। দেশের ইসলামী শিক্ষার প্রসারে তার অবদান জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আল্লাহ অভিভাবকতুল্য এই প্রবীণ আলেমকে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *