মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের এক সাধারণ সভা সরকারের স্বাস্থ্য বিধি মেনে শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫টায় নগরীর মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহালয়ার প্রধান সমন্বয়কারী সমাজসেবী জোতির্ময় সিংহ মজুমদার চন্দন।

পরিষদের সহ-সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু, অধ্যাপক অনবীর রায়, রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, ব্যাংকার জ্যোতিমোহন বিশ্বাস, ব্যাংকার অরুন কুমার বিশ্বাস, লেখক তারেশ কান্তি তালুকদার, ব্যাংকার জোতির্ময় দাশ যীশু, সংগীত শিল্পী মনোজকান্তি ভট্টাচার্য্য মান্না, ম্যারেজ রেজিস্ট্রার অর্জ্জুন চক্রবর্তী, অসিত কুমার সূত্রধর, ব্যবসায়ী চন্দ্রশেখর দে চপল, শিক্ষক নিহার রঞ্জন রায়, ডাঃ বিমল কান্ত সরকার, বিন্দু মজুমদার, দিপালী দত্ত ও জয় দত্ত প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ১৪২৭ বাংলা উদযাপনের জন্য বিগত বছরের কমিটিকে পুনর্বহাল করা হয়। সভায় দেশের ক্রান্তিকালে নিজেদের অর্থায়নে সীমিত পরিসরে আসন্ন মহালয়া উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে এবারের মহালয়ায় পতাকা উত্তোলন, চ-ীপাঠ, সমবেত প্রার্থনা, সংক্ষিপ্ত ধর্ম সভা ও কণিকা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এবারের মহালয়া উদযাপিত হবে।

সভায় বাংলাদেশের মাইনরিটি রাইটস এ্যালায়েন্স, টরেন্টো, কানাডার পৃষ্ঠপোষকতায় সিলেট সরকারী কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী জয়দত্তকে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় বৃত্তি প্রদান করেন মহালয়া নেতৃবৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *