প্রবাসীদের কোয়ারান্টাইন শেষে ৫০০০ টাকা করে দিচ্ছে সরকার : মন্ত্রী ইমরান

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি জানিয়েছেন, করোনা ভাইরাসের বিরূপ প্রভাবে আজ সারা পৃথিবীর মানুষ আতঙ্কিত। মরনব্যাধি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব আজ আমাদের দেশেরও অনাকাঙ্ক্ষিত ভাবে পড়তে শুরু করেছে।

বহির্বিশ্বের ন্যায় বাংলাদেশ দেশ-ও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে নিজ ঘরে অবস্থান করে এর বিরুপ প্রভাব থেকে বাঁচতে হবে।

তিনি আজ সোমবার সকালে এই প্রতিবেদকের সাথে একান্ত আলাপ চারিতায় এসব কথা বলেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি জানান, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ছড়াছড়ির কঠিন ওই মূহুর্তে প্রবাস ফেরত কর্মীগনকে দেশে প্রবেশের সাথে সাথে সরকারি ব্যবস্থাপনায় কোয়ারান্টাইনে রাখা হচ্ছে।

কোয়ারান্টাইন শেষে বাড়ি ফেরার সময় যাতায়াত খরচ হিসেবে প্রত্যেক কর্মীকে সরকার ৫ হাজার টাকা করে দিচ্ছেন। মন্ত্রী দেশবাসীকে স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা লাভের জন্য দেশবাসীকে অনুরোধ জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *