সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে আরও ৩২০ জন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :: সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ১৪০ জন। এছাড়া ১৮২ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৬ জন, সুনামগঞ্জে ৬৪ জন, হবিগঞ্জে ৫৯ জন ও মৌলভীবাজারের ১১ জন।

গত ২৪ ঘন্টায় আরও ১৮২ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে সিলেটের ৯ জন, সুনামগঞ্জের ৬৪ জন ও মৌলভীবাজারের ১৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৮৬৬ জন। এর মধ্যে সিলেটে ১৯৭ জন, সুনামগঞ্জে ১২৩৮ জন, হবিগঞ্জে ৮৭৮ জন ও মৌলভীবাজারে ৫৫৩ জন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৫৯৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬৯৯ জন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *