দয়ামীরে অসহায় দরিদ্র দের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ

সিলেট নিউজ টাইমস্- প্রতিবেদক :: করোনা দুর্গত সময়ে দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন অনেক সিলেটের অনেক ব্যক্তি, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। গত কয়েকদিনে করোনাভাইরাসের কারণে সিলেটে ঘরবন্দি কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারা।

সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবান ব্যক্তি ও কয়েকজন জনপ্রতিনিধি অসহায়দের পাশে দাড়ানোয় সকলের প্রশংসা কুড়াচ্ছেন তারা। সেই সাথে কর্মহীন থাকা দিনগুলোতে কিছুটা স্বস্তি পেয়েছেন অসহায় মানুষরাও। এছাড়া এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়তা প্রদান অব্যাহত রাখারও প্রত্যাশা ব্যক্ত করেছেন কেউ কেউ।

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামে আল এহসান যুব সংঘ এর পক্ষ থেকে আজ মঙ্গলবার দরিদ্র ও অসহায়দের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ।

তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা সোহেব আলমের পরিচালনায় ও গোলাম হুসেনের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
স্বাগত বক্তব্য রাখেন রুনু আহমদ ও শিহাব উদ্দিন

আরো উপস্থিত ছিলেন তাহির আলী,আনফর আলী,তুরন মিয়া,মুমিন মিয়া,নছির আলী শামীম আহমদ(প্রবাসী) রাজু আহমেদ ,রুনু আহমেদ ,বদরুল আহমদ ,মন্নান মিয়া ,সোহেল আহমদম,জাকির আহমদ,মোহাম্মদ নানু প্রমুখ

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *