দুই-তিনদিনের মধ্যেই ওসমানীতে করোনা পরীক্ষা করা যাবে

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: আগামী দুই-তিনদিনের মধ্যেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান।

সোমবার সকালে ওসমানী হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের যন্ত্রপাতি সিলেটে আসার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো জানান, এখন মেশিনটি স্থাপন করে টেস্ট করা হবে। সেই সাথে প্রশিক্ষিত লোকজন ওসমানী হাসপতালে কর্মরতদের প্রশিক্ষন দেবেন।

উল্লেখ্য, সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আরটি-পিসিআর মেশিন ওসমানীতে এসে পৌঁছায়। মেশিন ও সরঞ্জাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, উপ-পরিচালক হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা.আবুল কালাম আজাদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *