ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেলাভিত্তিক প্রতিযোগিতা

হাফিযিয়া মাদরাসাসমূহের পরিচালনাকারী সংগঠন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০১৯ এর প্রতিযোগী বাছাইয়ের লক্ষ্যে জেলাভিত্তিক প্রথম পর্যায়ের প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী’র সভাপতিত্বে ও বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজমুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বোর্ডের এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, সিলেট আল কুরআন মেমোরাইজিং সেন্টারের প্রিন্সিপাল মাওলানা ইমরান উদ্দিন চৌধুরী, লতিফিয়া এতিমখানা হিফযুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিয আশিকুর রহমান, হজরত শাহজালাল ডি এস পনাউল্লাহ বাজার হাফিযিয়া মাদ্রাসার শিক্ষক হাফিয মো. আব্দুল কাদির, কলাবাগান লতিফিয়া হাফিযিয়া মাদ্রাসার শিক্ষক হাফিয মো. আব্দুন নুর, উপশহর দি কুরআনিক হোম এর শিক্ষক হাফিয ফয়েজ আহমদ, লতিফিয়া এতিমখানা হিফযুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিয লিয়াকত হুসাইন, হযরত শাহ মাজদাদ র. হাফিযিয়া মাদ্রাসার শিক্ষক হাফিয মো. আব্দুল কাদির, বরইকান্দি সুলতানিয়া হাফিযিয়া মাদ্রাসার শিক্ষক হাফিয ইয়াকুব আলী, ভাদেশর হাফিযিয়া মাদ্রাসার শিক্ষক হাফিয মাওলানা আশরাফ হুসাইন খান, শাহজালাল দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফযুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিয মাওলানা আবু সাঈদ মো. সেলিম, লতিফিয়া হিফযুল কুরআন মাদ্রাসা সিলেট এর শিক্ষক হাফিয মাওলানা জাহাঙ্গীর আলম, ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদ্রাসা ধারনের শিক্ষক হাফিয আব্দুল আজিজ, চরমহল্লা নবাইচর হাফিযিয়া মাদ্রাসার শিক্ষক হাফিয ছয়ফুল আলম, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সসম্পাদক হাফিয মাওলানা আব্দুশ শহিদ, সিলেট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিয আমির আলী, ভুরকী হাবিবিয়া হাফিযিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফিয শফিকুর রহমান, নেত্রকোনা জেলার সৈয়দ তোফায়েল উদ্দিন তপন, শিক্ষক ফুয়াদ আহমদ তায়েফ, মাওলানা সাইদুর রহমান, মো. আব্দুল খালিক প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।

বোর্ডের মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতা ৫ জানুয়ারি, রবিবার সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *