শ্রীমঙ্গলে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
বিবার (১৩অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জয়নুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্য এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত জয়নুল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁনগ্রাম এলাকার মৃত মোস্তাকিন মিয়ার ছেলে। র‌্যাব জানায়, নিহত জয়নুল আন্তঃজেলা ডাকাতদলের সদস্য।

র‌্যাব-৯ সুত্রে জানা যায়, গতকাল সিলেট থেকে আন্তঃজেলা ডাকাতদলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের চা কন্যা ভাস্কর্য এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা র‌্যাবের ওপর আক্রমণ চালায়। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে জয়নুল ইসলাম নামের এক ডাকাত নিহত হন। অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি পিস্তল,এক রাউন্ড তাজা গুলি, দু’টি গুলির খোসা ও মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় র্র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, নিহত ‘জয়নুলের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *