সোবানীঘাট থেকে ১৭ হাজার পিস ইয়াবা ও প্রাইভেট কারসহ দুই মাদক বিক্রেতা আটক

রিমা বেগম পপি,
শনিবার (১২ অক্টোবর) নগরীর সোবানীঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ দুই পেশাশাদার মাদক বিক্রেতাকে একটি প্রাইভেট কারসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

আটক দুই মাদক বিক্রেতা হচ্ছেন, বর্তমানে নগরীর উপশহরে ৩নং রোডের ৭১নং বাসায় বসবাসরত সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মো: কবির আহমদ (৩৮)ও সিলেটের সুবিদবাজার লন্ডনিরোডস্থ আল আমীন মিয়ার বাড়িতে বসবাসরত নেত্রকোণা জেলার কালিজুড়ি থানার কুশালপুর গ্রামের রতীন্দ্র সরকারের ছেলে মনিন্দ্র সরকার জনিক (২৭) র‌্যাব জানায়, আজ বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএমপির কতোয়ালী থানাধীন সোবানীঘাট এলাকার হোটেল ইর্ষ্টান গেইটের সামন থেকে তাদের গ্রেফতার করে।

এসময় তল্লাশী চালিয়ে তাদের কাছ থাকা ১৭হাজার পিস ইয়াবা উদ্ধার ও একটি পাইভেট কার জব্দ করে র্যাব।

উদ্ধারকৃত আলামতসহ আটক দুই মাদক বিক্রেতাকে এসএমপির কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *