সুরে সুরে পন্ডিত রামকানাই দাশকে স্মরণ

গানের সুরে বরেণ্য সংগীতসাধক পন্ডিত রামকানাই দাশকে স্মরণ করা হয়েছে। পন্ডিত রামকানাই দাশের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগীতানুষ্ঠানের আয়োজন করে সংগীত পরিষদ, সিলেট। শুক্রবার (১১ অক্টোবর) বিকাল চারটায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরে সুরে রামকানাই দাশকে স্মরণ নামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর ড. আতফুল হাই শিবলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত পরিষদ, সিলেটের সভাপতি কবি শুভেন্দু ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যরিস্টার আরশ আলী, মেধালয়-এর অধ্যক্ষ বিদ্যুৎ কান্তি দাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন সংগীত পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক মামুন পারভেজ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ধ্রুপদ সংগীতালয়, সারেগামা প্রতিষ্ঠানের শিল্পিসহ সমীরঞ্জন বিশ্বাস, লিংকন দাশ, সীমা সরকার আরো শিল্পীরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *