ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:: ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশীর সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন তিনি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্ক মনে করে ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। তাই সুষমা স্বরাজের ওআইসির বৈঠকে অংশগ্রহণের কোনো অধিকার নেই। বুধবার সকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী জানিয়েছিলেন, তুরস্ক দ্বিধাহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

টিভি চ্যানেল জি নিউজের ‘জিয়ো পাকিস্তান’ অনুষ্ঠানে অংশ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী বলেন, ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে আমরা তাতে অংশ নেবো না। এ বিষয়ে তুরস্কও আমাদের সঙ্গে একমত হয়েছে। আজ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তুরস্ক দ্বিধাহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।’

উত্তেজনা কাটিয়ে উঠতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায়

এদিকে টিআরটির খবরে বলা হয়েছে, পাকিস্তান-ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কাটিয়ে উঠতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু জানিয়েছেন, ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থা নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। দু’দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার আয়োজন করতে তুরস্ক সবধরণের সহায়তা করবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয়দেশের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, তা আসলেই উদ্বেগজনক। উভয় দেশেকে আলোচনায় বসানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *