পাকিস্তানকে যুদ্ধের চ্যালেঞ্জ করলে সমুচিত জবাব দেবে: শোয়েব

স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলছেন, পাকিস্তান যুদ্ধ চায় না। যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য উত্তেজনাও বাড়াতে চায় না। একই মত পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের।

ইমরান খান এবং সেনাবাহিনীর মুখপাত্রের কথার সঙ্গে সুর মিলিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।

টুইটারে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির পেসার শোয়েব আখতার লেখেন, প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর আগেই জানিয়েছেন পাকিস্তান যুদ্ধ চায় না, যুদ্ধের জন্য উত্তেজনাও বাড়াতে চায় না। তবে পাকিস্তানকে চ্যালেঞ্জ করলে সমুচিত জবাব দেবে।

১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে। এরপরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তজনা বিরাজ করছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *