সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি আসক ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করছে জাতি। এর ধারাবাহিতায় আসক ফাউন্ডেশন এর মহানগর নেতৃবৃন্দও উপস্থিত হন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। স্মরন করেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী সালাম, রফিক, বরকত,জব্বার সহ সকল ভাষা শহদীদের, যাদের আত্ব্যত্যাগের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছে বিশ্বের দরবারে মর্যাদার স্থান।

এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন এর সিলেট মহানগর সভাপতি এডঃ সাইফুর রহমান খন্দকার রানা, সাধারন সম্পাদক নাজিম উদ্দিন, এডঃ ইমরান আহমেদ, এডঃ কাওছার আহমেদ, আব্দুল হামিদ, সোনারা আক্তার সোনিয়া, কামরুল ইসলাম চৌঃ, সায়েম আহমেদ, সাদেকা সোনিয়া, মফিজুর রহমান,জাকেরিন প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *