টিলাগড়ে আলোচিত বৈদ্যুতিক খাম্বাটি সরানোর উদ্যোগ নিয়েছে কতৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক::  সিলেটের টিলাগড়েরর গোপাল টিলায় সড়কের মধ্যেখানের বৈদ্যুতিক খাম্বাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ৩৬ ঘন্টার ব্যবধানে খাম্বাটি সরানোর উদ্যোগ নিয়েছে কতৃপক্ষ।

গত কয়েকদিন থেকে সোস্যাল মিডিয়ার মাধ্যমে সমালোচনার ঝড় ভয়, এই নিয়ে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার ক্ষোভ প্রকাশ করেন। নিজের ফেইসবুক প্রোফাইলে,নিম্মে  তা হবো হবো তুলে ধরা হলো।

রাত এখন ১ টা বাজে দেখতে আসছি মরন ফাঁদ নামক এই বিদ্যুৎ এর পিলারটি!

এই পিলারের ছবি গত তিন দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে!
ছবিটি সিলেট এমসি কলেজের পাশে মেইন রোড়ের চিত্র!পিলারটি মেইন রাস্তার ঠিক তিন হাত ভিতরে অবস্থান করছে।যার ফলে প্রতিনিয়ত সাধারন মানুষকে দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষন করছি যত দ্রুত সম্ভব পিলারটি রাস্তা থেকে সরানোর জন্য। বিশেষ করে সিলেট এমসি কলেজ ও সরকারী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করছি…..


এরই ধারিবাহিকতায় বিষয়টি কতৃপক্ষ নজরে আসলে নিজ উদ্দেগে আজ খুটি সরানোর পদক্ষেপ নেয় কতৃপক্ষ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *