স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হুইপ পীর মিসবাহ

শাফি উদ্দিন ফাহিম ::স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের জাপার সাংসদ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।

বৃহস্পতিবার ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

সদস্যরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডা. আফসারুল আমিন, হাবিবুর রহমান, শামসুল আলম দুদু, কুজেন্দ্রনাথ ত্রিপুরা, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান মিসবাহ ও নূর মোহাম্মদ।

এর আগে মঙ্গলবার বিরোধী দলীয় হুইপ নির্বাচিত হন তরুণ সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।

এদিকে বিরোধীদলীয় হুইপ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পীর মিসবাহ এমপিকে শুভেচ্ছা জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *