ববিপ্রবি’র বহিষ্কৃত ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক:: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ববিপ্রবি) আজীবন বহিষ্কৃত ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ২০১৭-১৮ সেশনের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঢাকার কেরাণীগঞ্জের শিপন, নারায়ণগঞ্জের শাহিন মিয়া, টাঙ্গাইলের নাদিম ইসলাম, শেরপুরের হৃদয় কুমার ধর, ভোলার তুর্জয় হাওলাদার ও ফরিদপুর মধুখালীর আশিকুজ্জামান লিমন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, গেল শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে থেকে রাত ১২টা পর্যন্ত নবাগত শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। পরে সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে প্রক্টর, সহকারী প্রক্টর, ইটিই বিভাগের চেয়ারম্যান ও কৃষি বিভাগের শিক্ষকের উপস্থিতিতে র‌্যাগিংয়ের অভিযোগে সর্বসম্মতিক্রমে ওই ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *