প্রতিবন্ধীদের কল্যাণে সহযোগীতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে :কামরান

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, প্রতিবন্ধীদের অবহেলার চোখে না দেখে সম্মানের চোখে দেখা উচিৎ। কেহ ইচ্ছা করে প্রতিবন্ধী হয়নি, প্রকৃতির ইচ্ছায় মানুষ বিভিন্ন ভাবে প্রতিবন্ধী হয়ে স্বাভাবিক জীবন থেকে দূরে থাকতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে প্রতিবন্ধীদের মধ্যেও প্রতিভা রয়েছে, তাদের প্রতিভাকে কাজে লাগাতে আমাদের সহায়তার মনোভাব থাকতে হবে।

তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টায় গোলাপগঞ্জের ফুলবাড়ি হিলালপুরে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতার উদ্যোগে অটিস্টিক ও প্রতিবন্ধীদের জন্য আর্ন এন্ড লিভ সিলেট শাখার উদ্বোধনকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কামরান আরো বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে খুবই আন্তরিক। সরকার প্রতিবন্ধীদের কল্যাণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে প্রধান মন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক ও প্রতিবন্ধীদের সহায়তার লক্ষ্যে কাজ করে দুনিয়া ব্যাপী প্রশংসা কুড়িয়েছেন। প্রতিবন্ধীদের প্রতি করুণা নয় সহযোগীতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরে যুক্তরাজ্যস্থ গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের সভাপতি বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে ও জান্নাতুল নাজনিন আশার উপস্থাপনায় আর্ন এন্ড লিভ সিলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল কলেজের সাবেক রেজিষ্ট্রার ও বিভাগীয় প্রধান আব্দুল লতিফ, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি ও উলামা কাউন্সিল গোলাপগঞ্জ উপজেলা ইউকের সভাপতি মাওলানা ছাদিকুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. হোসাইন আহমদ, অধ্যাপক আনোয়ার আলী, ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, সিলেট বারের বিশিষ্ট আইনজীবি এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট আব্দুল করিম অপি, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হালিম চুনু, হাফিজ শাহিনুল আলী, ডা. হাবিবুর রহমানা মৃধা, আমিনুল হক জিলু, স্থানীয় হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের প্রতিনিধি সোলেমান আহমদ। অনুষ্ঠানের গুরুত্ব ও প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডা. খাদেম আল দীন, আর্ন এন্ড লিভএর সিলেট প্রতিনিধি সাবিনা ইয়াছমিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।

এসময় সভাপতির বক্তব্যে আব্দুল মুনিম জাহেদী ক্যারল তার অভিপ্রায়ের কথা ব্যক্ত করে বলেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে সমাজের ভাল কিছু করার চিন্তাও করা যায় না। যুক্তরাজ্যসহ পৃথিবীর অনেক দেশে প্রতিবন্ধীদের জন্য নানা ধরণের সুযোগ সুবিধা রয়েছে। ক্ষুদ্র পরিসরে হলেও আমরা প্রতিবন্ধীদের কল্যানে নিজেদেরকে সম্পৃক্ত করা প্রয়োজন। তাদের প্রতি যত্নশীল হওয়ার জন্য তিনি সাবাইকে অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী দুই শতাধিক অটিস্টিক ও প্রতিবন্ধীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ দেয়া হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *