শাবি’তে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা -২০১৯’ শুরু হয়েছে। বুধবার (৯ই জানুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনীর সময় প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে শাবির উপাচার্য বলেন, ‘সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।’ তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ তালুকদার, শাবি প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদ, ব্যবসায়িক প্রশাসন অনুষদের ডীন, অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, শাহ পরাণ হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুল হোসেন, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক চৌধুরী সউদ-বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ।

এবারের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে শাবির মোট ২৮টি বিভাগ অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ অংশগ্রহণ করে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *