সিলেট শিক্ষা বোর্ডে জেএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৭৯.৮২। যা গতবারের থেকে ৯.৫৯ শতাংশ কম। গতবারে পাশের হার ছিলো ৮৯.৪১।

পাসের হাসের সূচকের মতো এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ১ হাজার ৬৯৮ শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৬শ’৩৫ ও মেয়ে ১ হাজার ৬৩জন।

যা গতবারের তুলনায় ৫৯২৩ টি কম।গতবার জিপিএ-৫ পায় ৭ হাজার ৬শ’২১ জন পরীক্ষার্থী।

সোমবার দুপুর ১২টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।

বোর্ডের অধিনে মোট ১ লক্ষ ৪৯ হাজার ৯৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লক্ষ ১৯হাজার ৬ জন। এদের মধ্যে ছেলে ৫০ হাজার ৭শ’ ৩৩ ও মেয়ে শিক্ষার্থী ৬৮ হাজার ২শ’৭৩ জন।

বোর্ডে ছেলেদের পাসের হার ৭৯.৪৭ ও মেয়েদের পাসের হার ৮০.০৮।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *