সিলেটে জেএসসিতে কোন গ্রেডে পাস করলেন কতজন

সিলেট নিউজ টাইমস্  ডেস্ক :: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

সিলেটে এবছর পাসের হার এ বছর পাসের হার শতকরা ৭৯ দশমিক ৮২ ভাগ। যেখানে গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ৪১ শতাংশ। সে দিক থেকে এবার পাসের হার কমেছে ৯ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে, এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৮ জন। যা গত বছরের চেয়ে ৫ হাজার ৯২৩ কম।

জিপিএ-৫ ছাড়াও সিলেট শিক্ষা বোর্ডের পাসকৃতদের মধ্যে ‘এ’ গ্রেডে পাস করেছে ১৪ হাজার ২১৩ জন, ‘এ মাইনাস’ গ্রেডে পাস করেছে ১৫ হাজার ৩৭৭ জন, ‘বি’ গ্রেডে পাস করেছে ২২ হাজার ৮৬৬ জন, ‘সি’ গ্রেডে ৫৩ হাজার ৩৭৯ এবং ‘ডি’ গ্রেডে পাস করেছে ১১ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী। এছাড়া কৃতকার্য হতে পারেনি ৩০ হাজার ৮৮ জন এবং ১ জনকে বহিষ্কার করা হয়েছিল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *