জামায়াত সদস্যদের প্রার্থিতা বাতিলে ইসিকে আ’লীগের অনুরোধ

নিউজ ডেস্ক:: জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্রে বিএনপির প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু জামায়াতের ওয়েবসাইটে সেই প্রার্থীদের নাম, পদসহ উল্লেখ আছে। কাজেই তারা অসত্য তথ্য দিয়েছে। তাই তারা প্রার্থী হিসেবে থাকতে পারেন না।

‘আদালতও নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। আমরাও নির্বাচন কমিশনের কাছে জামায়াত সদস্য যারা ধানের শীষে প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছি।’

শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম একথা বলেন।

এর আগে এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ধানের শীষে জামায়াতের ২২ নেতা প্রার্থী হয়েছেন বলে গণমাধ্যমে এসেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *