নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে বৈঠকে ইসি

নিউজ  ডেস্ক :: নির্বাচন কমিশনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু করতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনি আচরণবিধি বিষয়ে ব্রিফিং দেওয়া হচ্ছে। এছাড়া রবি ও সোমবার দুইদিনে অন্যান্য বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এ ধরণের ব্রিফিং করা হবে।

গত দুই সপ্তাহ ধরে ইসির এ ধরনের ব্রিফিংসহ অন্যান্য অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হলেও শনিবার তা দেওয়া হয়নি।

অনুষ্ঠান শুরু হওয়ার পর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক স্বাগত বক্তব্য রাখেন। এর পরই গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *