বিনোদন ডেস্ক :: ৬ বসন্ত পার করেছে অভিষেক-ঐশ্বরিয়ার সন্তান আরাধ্যা।মেয়ের জন্মদিনে মাকে প্রশংসায় ভাসিয়েছেন অভিষেক।
মেয়ের জন্মদিনে আজ টুইটারে একটি ছবি পোস্ট করেন বলিউডের এ নায়ক। ছবিটিতে আরাধ্যকে জড়িয়ে ধরে আছেন তার মা বিশ্বসুন্দরী ঐশ্বর্য।
ছবির ক্যাপশনে যা লিখেছেন তাতে মেয়ের চেয়ে মায়ের প্রশংসাই বেশী।
অভিষেক লিখেছেন, ‘আমার সুন্দরীরা। মায়ের প্রশংসা ছাড়া কোনো বাচ্চার জন্মদিন পূর্ণ হয় না।’
অভিষেকের পোস্ট করা ছবিতে মা ও মেয়েকে দেখে মনে হচ্ছে এটা দিওয়ালির ছবি। মা ও মেয়ে দারুণ ভারতীয় সাজে সেজে ক্যামেরায় পোজ দিয়েছেন।
অভিষেক ঐশ্বর্যকে ধন্যবাদ জানান, পৃথিবীর সবথেকে মূল্যবান উপহার অর্থাৎ আরাধ্যাকে তাকে দেওয়ার জন্য।
অভিষেকের টুইটে আরাধ্যকে বড় করতে ঐশ্বরিয়ার পরিশ্রমের বর্ণনা রয়েছে। বচ্চনপুত্র লেখেন, ‘মা শিশুকে জন্ম দেন, বড় করেন, ভালোবাসেন, সত্যি বলতে মা একজন যাদুকর। মিসেস, তোমাকে ধন্যবাদ আমায় এমন সুন্দর মেয়ে আরাধ্যা, আমার পরিকে উপহার দেওয়ার জন্য। শুভ জন্মদিন আরাধ্যা।’
আরাধ্যাকে নিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন, ছোট্ট রাজকুমারী। তুমি আমাদের পরিবারের গর্ব ও আনন্দ। প্রার্থনা করি তুমি সর্বদা সুখে, খুশিতে, আনন্দে, হাসিমুখে থাকো।আমার হৃদয় উজার করে তোমায় ভালোবাসা জানাই।’
আরাধ্যাকে শুভেচ্ছা জানাতে ভুল করেন নি দাদা অমিতাভ বচ্চন। নিজের অফিশিয়াল ব্লগে নাতনিকে উইশ করে লেখেন, ‘ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনা রইল। ওর সব স্বপ্ন পূরণ হোক। বাড়িতে আরাধ্যা বচ্চন এক আশীর্বাদ। দীর্ঘায়ু হও, খুশিতে বাঁচো, গর্বের সঙ্গে বাঁচো।’
প্রসঙ্গত, বলিউড সেনসেশন ঐশ্বর্য্ রাই ও অভিষেক ২০০৭ সালে বিয়ে করেন। আরাধ্যার জন্ম হয় ২০১১ সালে।