মেজরটিলায় পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু

সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা(ইসলামপুর) এলাকায় মাদক মামলার আসামীকে গ্রেফতার করতে গেলে পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গোযাইনঘাট থানার উত্তর নওয়াগ্রামের মৃত মাওলানা ইয়াকুব আলীর ছেলে মো.আব্দুল্লাহ (৩৩) মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। বর্তমানে সে সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা ফ্লাগুনি এলাকার ৩৮নং মারুফ ভিলা বসবাস করত।

নিহতের বড় ভাই তাজুল ইসলাম জানায়, বুধবার ভোর রাত অনুমানিক ৪টার দিকে মো. আব্দুল্লাহ (৩৩) কে ধরতে শাহপরাণ(র) থানার এস আই রাজিব কুমারের নেতৃত্বে পুলিশ তাদের বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ গ্রেফতার এড়াতে সে দৌড়ে পালিয়ে ছাদের উপরে উঠে পাশের বাড়ির ছাদে আশ্রয় নেয়ার চেষ্টা করে।এ সময় আব্দুল্লাহ ছাদ থেকে নিচে পড়ে গেলে সে গুরুতর আহত হয়।

আব্দুল্লাহকে আহত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ও তার আত্মীয় স্বজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায়।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ভোর রাত ৫টার দিকে সে মৃত্যু বরণ করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আব্দুল্লার বাড়ীতে অভিযান চালানো হয়। তখন আব্দুল্লাহ গ্রেফতার এড়াতে সে দৌড়ে পালিয়ে ছাদের উপরে উঠে পাশের বাড়ির ছাদে আশ্রয় নেয়ার চেষ্টা করে। এ সময় আব্দুল্লাহ ছাদ থেকে নিচে পড়ে গিয়ে আহত হলে তার আত্মীয় স্বজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায়। হাসপাতালের ১১ নং ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় ভোর রাত ৫টার দিকে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় কারো কোন অবহেলা থাকলে ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *