নিউজ ডেস্ক:: বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১টার আগে আগে কর্মী সমর্থকদের একটি মিছিল বিএনপি কার্যালয়ে আসার সময় পুলিশ নিষেধ করলে সংঘর্ষ শুরু হয়।
ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে মনোনয়ন প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দেয়।
জানা যায়, বেলা সোয়া একটা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ দেখা গেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।
জানা যায়, বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেয়। এছাড়া পুলিশের দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারও ভাঙচুর করে।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রির আজ ছিল তৃতীয় দিন।