তফসীলকে স্বাগত জানিয়ে মদন মোহন কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

জাতীয় সংসদ নির্বাচনের তফসীলকে স্বাগত জানিয়ে মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে ১০ নভেম্বর শনিবার দুপুর ১২টায় আনন্দ মিছিল বের করা হয়েছে। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

মদন মোহন কলেজ ছাত্রলীগ সভাপতি এ.কে.এম. মাহদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় বক্তারা বলেন, জনগণের ক্ষমতায়ন শেখ হাসিনার শান্তির দর্শন। আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার সুপ্রতিষ্ঠিত। বক্তারা বলেন, ‘এ সরকারের আমলে শিক্ষাক্ষেত্র সহ দেশে যে মাত্রায় উন্নয়ন হয়েছে তা বিগত আর কোনো সরকারের আমলে হয়নি। আজ দেশের প্রতিটি অ লের মানুষ এই উন্নয়নের ফল ভোগ করছেন। আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিতে মদন মোহন কলেজ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগ নেতা লিমন কান্তি দে, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এম. এস. ইলিয়াছ শাহীন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাস, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকি দেব, কলেজ ছাত্রলীগ নেতা তারেক আহমদ, বিধান কৃষ্ণ রায়, জালালাবাদ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, কলেজ ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ রাজিব, নাজমুল হোসেন, জালাবাদ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় পাল রুপম, কলেজ ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, রাসেল মিয়া, বদরুল ইসলাম, রাহাত বক্স, রুবাইয়াত মোহাম্মদ রাজ, সিদরাত চৌধুরী, নাজেল মোহাম্মদ, মো. জাকারিয়া আহমদ, সৈয়দ তায়েফ, জালাল হোসেন রাকিন, বিজয় কৃষ্ণ সরকার, আব্দুস সামাদ আজাদ, সাদিক আহমদ, শাহজাহান আহমদ, আল আমিন আহমদ, স›দ্বীপ দাস, দিগি¦জয় জন, আব্দুস সামাদ আজাদ, আরিয়ান হৃদয়, জাকির আহমদ, ফয়সল শিকদার, রাহাত শাহীদ, এস.কে আব্দুল মুমিন প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *