বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল এক দম্পতির (ভিডিও)

সিলেটের ওসমানী বিমানবন্দর সড়কে তেলবাহী লরি চাপায় অটোরিকশা আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন কায়সানুল ইসলাম চৌধুরী (৪২), স্ত্রী ইউসা চৌধুরী। তারা নগরীর কাস্টঘর এলাকার বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জের ভাদেশ্বর পশ্চিমভাগে।
সম্প্রতি আমেরিকার ভিসা পেয়েছিলেন কায়ছান ইসলাম চৌধুরীর পরিবার। আর কিছুদিন পর সেই স্বপ্নের দেশে পাড়ি জমানোর কথা ছিলো তাদের। আমেরিকার ভিসাপ্রাপ্তির আনন্দ উদযাপনে স্ত্রী ও সন্তানদের নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন কায়ছান। কিন্তু তা আর হলো না!
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট বিমানবন্দর সড়কে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনার শিকার হয়ে স্ত্রী রাফিয়া সুলতানাসহ চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন তিনি।
এ ঘটনায় তাদের দুই সন্তান মেহনাজ চৌধুরী (৮) ও শেহজাদ আহমদ চৌধুরী (৫) এবং অটোরিক্সা চালক আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলের অদূর থেকে তেলবাহী লরিসহ চালক আলাউদ্দিনকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *