জৈন্তাপুরে পাহাড় কাটার অভিযোগে আটক ১

নিউজ ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে তেল গ্যাসের জনগুরুত্বপূর্ন এলাকা সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্র ৷ হরিপুরে রয়েছে ছোট বড় অনেক টিলা ও পাহাড় ৷ পাহাড় ও টিলা গুলোকে একটি প্রভাবশালী চক্র দীর্ঘ দিন রাত সমান তালে কর্তন করে মাটি বিক্রয় করে অাসছে৷

৪ নভেম্বর রবিবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উত্তরশ্যামপুর এলাকায় ভ্রাম্যমান অাদালত অভিযান পরিচালনা করা হয়৷ পাহাড় কর্তনের দায়ে ভ্রাম্যমান অাদালত ঘাটের ছটি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে তাজ উদ্দিন(২২) কে অাটক করে এবং মাটি বহন কাজে ব্যবহৃত ট্রাক গাড়ীটি জব্দ করে ৷ অপরদিকে ভ্রাম্যমান অাদালতের উপস্থিতিটের পেয়ে পাহাড় কাটার সাথে জড়িতরা পালিয়ে যায় ৷

এবিষয়ে ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ জানান- উত্তরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে পাহাড় কাটার সাথে জড়িত তাজ উদ্দিন কে অাটক করি এবং মাটি বহনের কাজে ব্যবহৃত ট্রাট জব্দ করি ৷ পরে মোবাইল কোর্টের মাধ্যমে অাটক তাজ উদ্দিন কে ১মাসের জেল প্রদান করি ৷ এছাড়া পাহাড় কাটার সাথে জড়িতেদের বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি যানান ৷ নির্বাহি ম্যাজিষ্ট্যাট অারও জানান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলমান থাকবে ৷

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *