জাতির ক্রান্তি লগ্নে আওয়ামীলীগকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা: বদর উদ্দিন আহমদ কামরান

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহ কমিটির সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ঘাতক চক্রের লক্ষ্য ছিল জাতিকে নেতৃত্বশূন্য করে বাংলাদেশকে আবার পাকিস্তানের পদানত করে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়া।

তিনি আরও বলেন শুধু মুক্তিযুদ্ধ নয়, সব আন্দোলন-সংগ্রামে এই চার নেতা ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর পাশে থেকেছেন। বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে যখন কারাগারে বন্দি রাখা হয়েছে তখন আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন এই চার নেতা। তাই জেল হত্যা দিবসটি বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায়।

তিনি ৩ নভেম্বর শনিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এড. রাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. নিজাম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য, সাইফুল আলম রুহেল, এড মাহফুজুর রহমান, মো. কবির উদ্দিন আহমদ, তপন মিত্র, জুবের খান, খোকন কুমার দত্ত, আরমান আহমদ শিপলু, ইশতিয়াক আহমদ চৌধুরী, গোলাম সোবহান চৌধুরী দিপন, এড. প্রদীপ ভট্টাচার্য, এআর সেলিম, ছালেহ আহমদ সেলিম, আব্দুস সোবহান, জামাল উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুসফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, জেলা শ্রমিকলীগের সাধারণ শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুর রকিব বাবলু, জেলা স্বেচ্ছা-সেবকলীগের সভাপতি আফছর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড সালামা সুলতানা, রওশন জেবীন রুবা, হেলেন আহমদ, মাধুরী গুন, নাজিরা বেগম শিলা, মহানগর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুদিপ দে, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি, বেলাল খান, জাহাঙ্গীর আলম, এড.শাহিন আহমদ, শফিকুল ইসলাম শফিক, জি.কে মাসুক, সুহেল আহমদ সাহেল, সামছুল ইসলাম মিলন, রেজাউল ইসলাম রেজা, সাজলু লস্কর, ওয়ালী উলাহ বদরুল, এম এইচ ইলিয়াস দিনার, শেখ আবুল হাসনাত বুলবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, ফয়ছল ইসলাম মইনুল, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি একে এম মাহমুদুল হাসান সানি, সাধারন সম্পাদক মিফতাউল হোসেন লিমন, হাসিদুল ইসলাম পিন্টু, হোসাইন আহমদ সাগর, তারেক আহমদ, সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *