জাকারিয়া মাহমুদ এর বাসায় অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে এবং মামলা রেকর্ড করার দাবিতে মানববন্ধন

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদ্য সমাজ সেবা সম্পাদক জাকারিয়া মাহমুদ এর বাসায় কতিপয় সন্ত্রাসীদের বর্বোরচিত হামলা ভাংচুর লুটপাট ও মামলা রেকর্ড করা এবং অগ্নি সংযোগের প্রতিবাদে শনিবার নগরীর শিবগঞ্জ পয়েন্টে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দবীর আলীর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা বাবলু চৌধুরী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিরক দে পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এনাময়েতুল বারি মোর্শেদ, সহ সভাপতি এম এ হান্নান, জয়নাল আবেদীন ডায়মন্ড, জাকির আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অনিরুদ্ধ মজুমদার পলাশ, সাবেক সহসভাপতি ছয়েফ আহমদ, যুগ্ম সম্পাদক জোবের খান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজাদ শেহনাজ, সাবেক সদস্য আতিকুর রহমান তালুকদার, জাহের সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সাবেক দপ্তর সম্পাদক আদি রাজ উজ্জ্বল, নিরেশ তালুকদার প্রমুখ।

উপস্থিত ছিলেন আলামিন আরিয়ান, আতাউল সানি, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এমদাদুল কবির ওমর, স্কুল বিষয়ক সম্পাদক শাকিল খান, সাদিকুর রহমান সাদিক, রাহাত খান, আলিম উদ্দিন রাজু, ইঞ্জিনিয়ারিং কলেজ নেতা ইফতি রায়হান, শিবুল, তোফায়েল, তানভীর, রবি, সাব্বির আহমদ শাকিল, অপু আহমদ, এ. এইচ রনি, শেখ শাকিল, নাহিদ মেহরাজ, রাফি, আলামিন, সুমন, শাব্বু, ফরহাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মামলা দায়ের করার পরেও এখন পর্যন্ত রেকর্ড করা হয়নি। দ্রুত মামলা রেকর্ড করে মামলার আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোরতর কর্মসূচী দিতে বাধ্য হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *